শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ
Admin - March 07, 2019 -
টেকনোলজি, ট্রেন্ডিং সোশ্যাল টেক
শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ
টু'ডে বেঙ্গলি নিউজ : গ্রামীর ভারতের শিশুদের বিশ্বমানের শিক্ষা দিতে এবার নতুন অ্যাপ নিয়ে হাজির 'সার্চ জায়েন্ট' গুগল। বুধবার তারা লঞ্চ করল নতুন অ্যাপ 'Google Bolo'।
তবে ভারতে এই অ্যাপ ইংরাজী ও হিন্দি ভাষায় কাজ করবে। Google Bolo অ্যাপ শিশুদের ইংরাজী ও হিন্দি পড়ার ক্ষমতা বাড়াবে। এবং এই অ্যাপ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, বড় দের সাহয্য ছাড়াই শিশু নিজেই পড়তে ও বলতে পারবে। টেক্স টু স্পিচ ও স্পিচ রিকগনিশান ব্যাবহার করে কাজ করবে এই অ্যাপ।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
গুগল থেকে এক বিবৃতি তে বলা হয়েছে, " আমরা মনে করি প্রযুক্তি বিশ্বের শিক্ষা ব্যাবস্থা কে বদলে দিতে পারে। সেই জন্যে অনেক দিন ধরে বিভিন্ন প্রোডাক্ট তৈরী করছি আমরা। আশা করছি এই প্রযুক্তি ছাত্র-ছাত্রী দের কাজে লাগবে। "
প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ তবে এখন বেটা মোডে আছে। এই Google Bolo অ্যাপের সাইজ হল ৫০ এমবি।
আরও পড়ুন : সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার
আরও পড়ুন : টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর!
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
টু'ডে বেঙ্গলি নিউজ : গ্রামীর ভারতের শিশুদের বিশ্বমানের শিক্ষা দিতে এবার নতুন অ্যাপ নিয়ে হাজির 'সার্চ জায়েন্ট' গুগল। বুধবার তারা লঞ্চ করল নতুন অ্যাপ 'Google Bolo'।
তবে ভারতে এই অ্যাপ ইংরাজী ও হিন্দি ভাষায় কাজ করবে। Google Bolo অ্যাপ শিশুদের ইংরাজী ও হিন্দি পড়ার ক্ষমতা বাড়াবে। এবং এই অ্যাপ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, বড় দের সাহয্য ছাড়াই শিশু নিজেই পড়তে ও বলতে পারবে। টেক্স টু স্পিচ ও স্পিচ রিকগনিশান ব্যাবহার করে কাজ করবে এই অ্যাপ।
আরও পড়ুন : রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে
গুগল থেকে এক বিবৃতি তে বলা হয়েছে, " আমরা মনে করি প্রযুক্তি বিশ্বের শিক্ষা ব্যাবস্থা কে বদলে দিতে পারে। সেই জন্যে অনেক দিন ধরে বিভিন্ন প্রোডাক্ট তৈরী করছি আমরা। আশা করছি এই প্রযুক্তি ছাত্র-ছাত্রী দের কাজে লাগবে। "
প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ তবে এখন বেটা মোডে আছে। এই Google Bolo অ্যাপের সাইজ হল ৫০ এমবি।
আরও পড়ুন : সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার
আরও পড়ুন : টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর!
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate