Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ

Admin - March 07, 2019 - টেকনোলজি, ট্রেন্ডিং সোশ্যাল টেক
 শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ

গুগলের নতুন অ্যাপ


টু'ডে বেঙ্গলি নিউজ : গ্রামীর ভারতের শিশুদের বিশ্বমানের শিক্ষা দিতে এবার নতুন অ্যাপ নিয়ে হাজির 'সার্চ জায়েন্ট' গুগল। বুধবার তারা লঞ্চ করল নতুন অ্যাপ 'Google Bolo'।

তবে ভারতে এই অ্যাপ ইংরাজী ও হিন্দি ভাষায় কাজ করবে। Google Bolo অ্যাপ শিশুদের ইংরাজী ও হিন্দি পড়ার ক্ষমতা বাড়াবে। এবং এই অ্যাপ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, বড় দের সাহয্য ছাড়াই শিশু নিজেই পড়তে ও বলতে পারবে। টেক্স টু স্পিচ ও স্পিচ রিকগনিশান ব্যাবহার করে কাজ করবে এই অ্যাপ।

 আরও পড়ুন রাজ্যের নতুন প্রকল্পে ছাত্র - ছাত্রীদের ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে

গুগল থেকে এক বিবৃতি তে বলা হয়েছে,  " আমরা মনে করি প্রযুক্তি বিশ্বের শিক্ষা ব্যাবস্থা কে বদলে দিতে পারে। সেই জন্যে অনেক দিন ধরে বিভিন্ন প্রোডাক্ট তৈরী করছি আমরা। আশা করছি এই প্রযুক্তি ছাত্র-ছাত্রী দের কাজে লাগবে। "

প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এই অ্যাপ তবে এখন বেটা মোডে আছে। এই Google Bolo অ্যাপের সাইজ হল ৫০ এমবি।
 আরও পড়ুন সহজেই হোয়াটঅ্যাপের চ্যাট লুকিয়ে রাখুন, হোয়াটঅ্যাপের নতুন ফিচার

 আরও পড়ুন টিভিতে সংবাদ পড়ছেন বিশ্বের প্রথম মহিলা রোবট অ্যাঙ্কর! 

প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate