আজ গুগল খুলে দেখুন ফুলের ছবি, কি সেলিব্রেট করছে গুগল? জেনে নিন
Admin - March 20, 2019 -
ট্রেন্ডিং সোশ্যাল টেক, ব্রেকিং নিউজ
আজ গুগল খুলে দেখুন ফুলের ছবি, কি সেলিব্রেট করছে গুগল? জেনে নিন
Today Bengali News : চলো হারিয়ে যাই লাল পলাশের বনে। আগুন রাঙা পলাশ পথ বেয়ে হেঁটে যাব তুমি আর আমি। দুপাশে লাল শিমুলের আদরের আহ্বান। হলুদ বিকেল এসে ঘিরে ধরে আমাদের। ঔই পলাশ রাঙা সূর্য টি মাঠের ওপারে অস্ত যায়। একটি কোকিল ডেকে ওঠে- জানিয়ে দেয় বসন্ত এসে গেছে।
আর এই বসন্তের আগমনী বার্তা কে সেলিব্রেট করছে গুগল। আজ গুগল খুললেই তার হোম পেজে দেখতে পাবেন পৃথিবী পৃষ্টের উপর এই ফুলের অ্যানিমেটেড চিত্র। এটি হল স্প্রিং ইক্যুইনক্স ( Spring Equinox Doodle) বা মহাবিষুব। বসন্তের প্রথম দিন কে স্প্রিং ইক্যুইনক্স বলে ডাকা হয়। এ'দিন পৃথিবীর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। ইক্যুইনক্স ( Equinox Google Doodle 2019) শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। 'ইক্যুই' অর্থাৎ সমান এবং 'নক্স' অর্থাৎ রাত্রি। ঋতু পরিবর্তনের চিহ্ন হিসেবে এই শব্দটি ব্যবহার করা হয়।
বছরে ২ টি দিন পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয়। একটি হল ২০ শে মার্চ যেদি মহাবিষুব নামে পরিচিত। এবং আরেকটি ২৩ শে সেপ্টেম্বর যেটি জল বিষুব নামে পরিচিত।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন : শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ
Today Bengali News : চলো হারিয়ে যাই লাল পলাশের বনে। আগুন রাঙা পলাশ পথ বেয়ে হেঁটে যাব তুমি আর আমি। দুপাশে লাল শিমুলের আদরের আহ্বান। হলুদ বিকেল এসে ঘিরে ধরে আমাদের। ঔই পলাশ রাঙা সূর্য টি মাঠের ওপারে অস্ত যায়। একটি কোকিল ডেকে ওঠে- জানিয়ে দেয় বসন্ত এসে গেছে।
আর এই বসন্তের আগমনী বার্তা কে সেলিব্রেট করছে গুগল। আজ গুগল খুললেই তার হোম পেজে দেখতে পাবেন পৃথিবী পৃষ্টের উপর এই ফুলের অ্যানিমেটেড চিত্র। এটি হল স্প্রিং ইক্যুইনক্স ( Spring Equinox Doodle) বা মহাবিষুব। বসন্তের প্রথম দিন কে স্প্রিং ইক্যুইনক্স বলে ডাকা হয়। এ'দিন পৃথিবীর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। ইক্যুইনক্স ( Equinox Google Doodle 2019) শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। 'ইক্যুই' অর্থাৎ সমান এবং 'নক্স' অর্থাৎ রাত্রি। ঋতু পরিবর্তনের চিহ্ন হিসেবে এই শব্দটি ব্যবহার করা হয়।
বছরে ২ টি দিন পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয়। একটি হল ২০ শে মার্চ যেদি মহাবিষুব নামে পরিচিত। এবং আরেকটি ২৩ শে সেপ্টেম্বর যেটি জল বিষুব নামে পরিচিত।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
আরও পড়ুন : এবার সিমকার্ড ছাড়াই কথা বলুন, এসে গেল নতুন সিস্টেম
আরও পড়ুন : শিশু কে পড়তে শেখাবে, গুগলের নতুন অ্যাপ