Join WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতের ৮০ শতাংশ ইঞ্জিনিয়র চাকরীর যোগ্য নয়! বলছে রিপোর্ট

Admin - March 27, 2019 - Education, এডুকেসন, ব্রেকিং নিউজ
ভারতের ৮০ শতাংশ ইঞ্জিনিয়র চাকরীর যোগ্য নয়!  বলছে রিপোর্ট



ভারতের ৮০ শতাংশ ইঞ্জিনিয়র চাকরীর যোগ্য নয়


Today Bengali News : প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে রা ভারতে ইঞ্জিনিয়র ডিগ্রি নিয়ে পাশ করে বেরোচ্ছে। কিন্তু সবাই কি চাকরীর যোগ্য? 'বার্ষিক কর্মসংস্থান সমীক্ষা'  রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়ে, দেশের ৮০ শতাংশ ইঞ্জিনিয়র চাকরীর যোগ্য নয়। তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই, যার জন্যে তারা বড় বড় কোম্পানী তে চাকরী পাবে।


সমীক্ষাকারী বিশেষজ্ঞ দের মতে, ৮০ শতাংশ প্রার্থীর মধ্যে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা, কথা বলার ভঙ্গিমা, দক্ষতার দিক থেকে অনেকটাই দুর্বল। ফলে তারা বিভিন্ন শিল্প ক্ষেত্রে চাকরী পাচ্ছে না এবং সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ও পারছে না।

সমীক্ষাকারী শিক্ষক দের মতে, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে, এই চিত্র বদলানো যাবে না। উচ্চ শিক্ষা ব্যবস্থায় বিরাট বড় একটি পরিবর্তন দরকার। এবং সেই সাথে স্কুল স্তর থেকে ছাত্র-ছাত্রী দের দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে হবে।