'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
Admin - March 14, 2019 -
ট্রেন্ডিং লোকসভা ভোট, দেশের নিউজ, ব্রেকিং নিউজ
'ক্ষমতায় এলে মহিলাদের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন ' রাহুল গান্ধী
টু'ডে বেঙ্গলি নিউজ : গত বুধবার চেন্নাই এর একটি মহিলা কলেজ থেকে রাহুল গান্ধী বলেন, যদি ইউপিএ সরকার ক্ষমতায় আসে, তবে মহিলা দের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন করা হবে।
এদিন তিনি বলেন, মহিলা কোনো ভাবেই পুরুষের থেকে কম নয়। কিন্তু এটাও সত্যি যে যতেষ্ট মহিলা এদেশে লিডারশিপ পজিশনে নেই। তাই আমরা এই সংরক্ষনের প্রস্তাব ঠিক করেছি। , মহিলাদের জানাতে চাই যে, আমরা সব সময় মহিলাদের পাশে আছি এবং তাদের ক্ষমতাকে আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে তারা অর্থনৈতিক ভাবে আরও নিজেদের মজবুত অবস্থানে নিয়ে যেতে পারে।
চেন্নাই এর মহিলা কলেজ থেকে রাহুল গান্ধীর সেই বক্তব্যের ভিডিও কংগ্রেস থেকে টুইটারে প্রকাশ করা হয়।
টু'ডে বেঙ্গলি নিউজ : গত বুধবার চেন্নাই এর একটি মহিলা কলেজ থেকে রাহুল গান্ধী বলেন, যদি ইউপিএ সরকার ক্ষমতায় আসে, তবে মহিলা দের জন্যে সরকারি চাকরী তে ৩৩% সংরক্ষন করা হবে।
এদিন তিনি বলেন, মহিলা কোনো ভাবেই পুরুষের থেকে কম নয়। কিন্তু এটাও সত্যি যে যতেষ্ট মহিলা এদেশে লিডারশিপ পজিশনে নেই। তাই আমরা এই সংরক্ষনের প্রস্তাব ঠিক করেছি। , মহিলাদের জানাতে চাই যে, আমরা সব সময় মহিলাদের পাশে আছি এবং তাদের ক্ষমতাকে আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে তারা অর্থনৈতিক ভাবে আরও নিজেদের মজবুত অবস্থানে নিয়ে যেতে পারে।
চেন্নাই এর মহিলা কলেজ থেকে রাহুল গান্ধীর সেই বক্তব্যের ভিডিও কংগ্রেস থেকে টুইটারে প্রকাশ করা হয়।
প্রতিদিন নিউজ এলার্ট পেতে ফেসবুকে যুক্ত হন - https://fb.com/tbnewsupdate
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ফের চীনের বাধা, মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনায়
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের
শেয়ার করুন নীচের হোয়াটঅ্যাপ বাটনে গিয়ে।
আরও পড়ুন : ফের চীনের বাধা, মাসুদ আজাহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষনায়
আরও পড়ুন : ভোটে ঝামেলা, অভিযোগ? থাকছে কমিশনের মোবাইল অ্যাপ ও টোল ফ্রী নম্বর
আরও পড়ুন : ভোটের প্রচারে সেনাবাহিনীর ছবি ব্যবহার করা যাবে না, নির্দেশ নির্বাচন কমিশনের